Khoborerchokh logo

গাজীপুর মহানগরীর লক্ষীপুরা হতে ৫ গ্রাম হেরোইন ৫০ গ্রাম গাঁজা সহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। 239 0

Khoborerchokh logo

গাজীপুর মহানগরীর লক্ষীপুরা হতে ৫ গ্রাম হেরোইন ৫০ গ্রাম গাঁজা সহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।


খবরের সময় ডেস্ক
র‌্যাব-১,স্পেশালাইজড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প,গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,জিএমপি‘র গাজীপুর সদর থানাধীন লক্ষীপুরা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানীর আভিযানিক দল জিএমপি‘র গাজীপুর সদর থানাধীন লক্ষীপুরা সাকিনস্থ ভাই ভাই ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার দোকানের সামনে পাকাঁ রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ বাদল মিয়া(৩৫), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-মোসাঃ আফিয়া খাতুন, সাং-ভাড়ারুল জামতলা,থানা-সদর,জিএমপি, গাজীপুর, ২। মোঃ আবুল কালাম(৪৫),পিতা-মৃত ওয়াহেদ আলী, মাতা-মৃত মালেকা বিবি, সাং-পূর্ব জয়দেবপুর, থানা-সদর, জিএমপি, গাজীপুর’দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্তিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তার আসামীদের দেহ তল্লাশী করে তাদের দখল হইতে ৭৬ পুড়িয়া=০৫ গ্রাম হেরোইন এবং ৫০ গ্রাম গাঁজা, নগদ ৬০০/-টাকা এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রায় ০৫ গ্রাম হেরোইন যাহার আনুমানিক মূল্য ২৫,০০০/- টাকা। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার বিভিন্ন স্থানে হেরোইন এবং গাঁজা ক্রয়-বিক্রয় করে আসিতেছিল। অবৈধ মাদক (হেরোইন এবং গাঁজা) ক্রয় বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ৮(ক)/১৯(ক) ধারায় অপরাধ করিয়াছে।উদ্ধারকৃত হেরোইন এবং গাঁজা এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com